January 20, 2025, 11:54 am
শিরোনাম
শিরোনাম
বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় উপজেলা সেরা গ্রীন ভিউ মডেল স্কুল বোরহানউদ্দিনে বিজ্ঞান প্রযুক্তি ও তারুন্যের মেলা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত জাহিদ মালেক-পলক-মির্জা আজমের বিরুদ্ধে দুদকের ছয় মামলা বোরহানউদ্দিনে ছিনতাইসহ সাজাপ্রাপ্ত আসামি আটক বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা” নিন্দার ঝড় বাংলাদেশ ইস্যুতে ভারতের নাক গলানোর কড়া সমালোচনা করে যা বললেন রিজভী আওয়ামী লীগ আমলে প্রতি বছর বিদেশে পাচার হয় ১৬ বিলিয়ন ডলার গ্রেনেড হামলা মামলার রায়: বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বুদ্ধ মূর্তি স্নান মধ্যে ২ দিন প্রবারণা পূর্ণিমা উদযাপিত

রিপোর্টারের নাম 31 টাইম ভিউ
আপডেট: January 20, 2025, 11:54 am

চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি বিশেষ প্রতিবেদক: রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মারমাদের শুভ আষাঢ়ী পূর্ণিমা বা ওয়াগ্যাই পোওয়ে উদযাপিত হয়েছে। ১৭ অক্টোবর ২০২৪ সকাল ৮ টায় হতে সারিবদ্ধ করে বিহারে গিয়ে দাযক দায়িকারা হাতে টিফিন ছোয়াইং নিয়ে প্রথমে গৌতম বুদ্ধের কাছে দান এর পর বিহারাধ্য ক্ষ কাছে নিকট এসব ছোয়াইং দান করা হয়। মারমাদের এবারে ছোট পরিসরে প্রবারণা পূর্ণিমা ২ দিনব্যাপী চলবে। শুভ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে প্রধান দায়ক ৩নং ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সভাপতিত্ব বিহার প্রধান ঞানাওয়াইনসা ভান্তে সহ স্থানীয় ধর্ম প্রাণ ছোট বড় দায়ক দায়িকা বিহার পরিচালনা কমিটি সেক্রেটারি সদস্যসহ উপস্থিত ছিলেন। বিহারধ্যক্ষ গণমাধ্যম জানান,আজ মারমা ওয়াগ্যাই পোওয়ে শেষ দিন শুক্রবার ১৭ অক্টোবর ২০২৪ : বিকাল ৪ ঘটিকায় দেশ সমাজ সকল জাতি শান্তিময় কল্যাণের বয়ে আনুক উদ্দেশ্য জাতক বুদ্ধ ত্রিপিটক পাঠ দেশনায় মধ্যে দিয়ে এবারে আষাঢ়ী পূর্ণিমা শেষ করব। এর পর ছোট বড় নতুন থামী কাপড় পরিধান পড়ে সকলে মিলে বুদ্ধের কাছে ফুল পূজা, আহার পূজা,কল্পতরু দান ও প্রদীপ পুজা করতে দেখা যায়। আজ সারাদেশে পার্বত্য চট্রগ্রামের পাহাড়ের বসবাসরত মারমা সম্প্রদায়রা প্রতিবছর ন্যায় এবারও বৌদ্ধ ধর্মের অনুযায়ী আষাঢ়ী পূর্ণিমা পালন করছি।পার্বত্য চট্রগ্রামের মারমারা পূর্বে পুরুষ আমল হতে ওয়াছোহ: বা তিথি হতে তিন মাস বর্ষাবাস সময় গৌতম বুদ্ধের আর্দশের রীতিনিতী বাণী অনুযায়ী দাযক দায়িকা সহ শ্রমণ ভিক্ষুরা মাছ মাংস ডিম জীব জন্তু হত্যা ও আহার হতে বিরত থাকে। তিন মাস অতিবাহিত হওয়ার পর আষাঢ়ী পূর্ণিমা তিথি অক্টোবর মাস শেষ হয়ে থাকে। মারমা সম্প্রদায় বুদ্ধের ধর্মের অনুসারী যুগ যুগান্তরে দ্বিতীয় বড় উৎসব ওয়াগ্যাই পোওয়ে পালন করে থাকে বলে জানা যায়। বিহারে বড় ভান্তে সকল দায়ক দায়িকা উদেশ্য পঞ্চশীল অষ্টশীল গৌতম বুদ্ধের নিকট শীল প্রার্থণা গ্রহণ করেন। আরো ধর্মের দেশনায় মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষ সকল সম্প্রদায় নিয়ে শান্তি শৃঙ্খল পরিবেশে বসবাস করতে পারি ভগবানের কাছে প্রার্থণা করা হয়েছে। বৌদ্ধ ধর্ম শান্তি প্রিয় ধর্ম হিসাবে পরিচিত। বিকাল ৩ ঘটিকায় বিহারে গিয়ে দায়ক দায়িকা ছোট বড় মিলে সারিবদ্ধভাবে ধর্মের ঘন্টা বাজিয়ে সাদা পানি লাল চন্দন পানি ও সাদা চন্দন দিয়ে বুদ্ধের মূর্তিকে স্নান করা হয়েছে। উল্লেখ্য, পার্বত্য চট্রগ্রামের পার্বত্য চট্রগ্রাম ভিক্ষু সংঘ পরিষদ গতবারে প্রেস ব্রিফিং এর বলেন আপাতত তিন পার্বত্য জেলা কঠিন চীবন দান আইন শৃঙ্খলা বিবেচনায় চিন্তা ভাবনা করে সাময়িক জন্য বর্জন আপাতত এবছর কঠিন চীবর দান বন্ধ ঘোষণা প্রজ্ঞাপন পত্র জারী করা হয় বলে পার্বত্য ভি ক্ষু সংঘ কমিটি সুত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর