নিজস্ব প্রতিবেদক:
‘এসো মিলে মিশে এক হই নতুন আর পুরাতনে’ এই স্লোগানের মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
০৯ জুন সোমবার সকালে স্কুল ক্যাম্পাস থেকে এ-উপলক্ষ্যে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। অ্যালামনাই লোগো সম্বলিত টি শার্ট ও বাহারী সাজে সজ্জিত র্যালিটি দালাল বাজার থেকে কুনজেরহাট এবং কালিরহাট বাজার হয়ে স্কুল আঙিনায় এসে শেষ হয়।
দুপুর ১২ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম নাগর মিয়া। স্বাগত বক্তব্য দেন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝন্টু মজুমদার।
স্কুলের প্রাক্তন শিক্ষার্থী কামাল উদ্দিন তুহিন ও মিল্লাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) পিজুস চন্দ্র দে।
বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সেটেলমেন্ট অফিসের ইনচার্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. সফিউল্লাহ, লালমোহন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও মুক্তবুলি ম্যাগাজিনের উপদেষ্টা সম্পাদক কবি ফিরোজ মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও কাচিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন মারুফ মিয়া, স্কুলের সাবেক সভাপতি জুলফিকার আলী তুহিন, স্কুলের সাবেক শিক্ষক সুভাষ চন্দ্র দাস ও সুনীল চন্দ্র দাস প্রমুখ।
সমাপনী বক্তব্য দেন স্কুলের শিক্ষক ইমাম হোসেন ও প্রবীর চন্দ্র দে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক বশির আহমেদ,মেহেদি হাসান মিহির মিয়া, সদস্য সচিব আনোয়ার হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, বেলাল হোসেন, রাকিবুল হাসান সুমন, মো. হাসান, মাহাবুবুর রহমান প্রমুখ।
বিকেলে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট শেষে রাতে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।