August 5, 2025, 9:40 pm
শিরোনাম
শিরোনাম
ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল ভোলার গ্রীনভিউ মডেল স্কুলের জিপিএ ৫ পেলো আনিকা ও তাহসিন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় উপজেলা সেরা গ্রীন ভিউ মডেল স্কুল বোরহানউদ্দিনে বিজ্ঞান প্রযুক্তি ও তারুন্যের মেলা অনুষ্ঠিত

ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল

রিপোর্টারের নাম 2 টাইম ভিউ
আপডেট: August 5, 2025, 9:40 pm

মোঃ সিরাজুল ইসলামঃ

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে পৌর বাজার, থানা মোড়, উপজেলা ভবন, উত্তর বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের এই দিনে তৎকালীন ফ্যাসিস্ট সরকার থেকে জাতিকে মুক্ত করেছি। বিএনপি দেশের মানুষের জন্য একটি নতুন স্বাধীনতার সূচনা করেছে। এদেশের মানুষ তা আজীবন মনে রাখবে।”
তিনি আরও বলেন “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশের শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছে। তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। শুধু শিক্ষার্থীরাই নয়—দিনমজুর, কৃষক, শ্রমিক, রিকশাচালকসহ সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিলেন এই গণআন্দোলনে। স্বৈরাচারী সরকারের গুলিতে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের স্মৃতি ভোলা নয়, চিরস্মরণীয় থাকবে “বোরহানউদ্দিন ও দৌলতখানে যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন—আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সকল ধরনের সহযোগিতা করা হয়েছে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো জনগণের দল। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, মনজুরুল আলম ফিরোজ কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান, কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ সাদী হাওলাদার, পৌর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান লিটন, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি ও সদস্য সচিব আবু জাফর মূর্ধা, কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ সাদী হাওলাদার, কাচিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক শাহীন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হেল্লাল উদ্দিন মারুফ মিয়া, যুবদল সভাপতি রাছেল সাজী,যুবদল সাধারন সম্পাদক মেহেদী হাসান মিহির, যুবদল সহ-সভাপতি রুবেল চৌধুরী,যুবদল যুগ্ন সাধারন সম্পাদক হাসেম হাওলাদার, ছাত্রদল সভাপতি রাফসান হাওলাদার,সাধারন সম্পাদক রায়হান মিঝি, ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি জুলহাস মাতাব্বরসহ কাচিয়া ইউনিয়নে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজয় মিছিল ও আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ নানা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত উদ্দীপনাপূর্ণ এবং জনতার উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর