January 16, 2025, 11:50 am
শিরোনাম
শিরোনাম
বোরহানউদ্দিনে বিজ্ঞান প্রযুক্তি ও তারুন্যের মেলা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত জাহিদ মালেক-পলক-মির্জা আজমের বিরুদ্ধে দুদকের ছয় মামলা বোরহানউদ্দিনে ছিনতাইসহ সাজাপ্রাপ্ত আসামি আটক বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা” নিন্দার ঝড় বাংলাদেশ ইস্যুতে ভারতের নাক গলানোর কড়া সমালোচনা করে যা বললেন রিজভী আওয়ামী লীগ আমলে প্রতি বছর বিদেশে পাচার হয় ১৬ বিলিয়ন ডলার গ্রেনেড হামলা মামলার রায়: বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮২

বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম 4 টাইম ভিউ
আপডেট: January 16, 2025, 11:50 am

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে গংগাপুর ইউনিয়ন পরিষদ।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি, নাজিমউদ্দীন হাওলাদার, সাধারণ সম্পাদক মাইনউদ্দিন কাজী ইউপি সদস্য সহ অন্যান্যরা।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আমরা আশাকরি এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পৃথিবীকে পরিবর্তন করতে তরুণদের ভূমিকা অতুলনীয়। সম্প্রতি বাংলাদেশের তরুণরা রাজপথে নেমেছে সব ধরনের বৈষম্যকে রুখে দিতে, যা খুবই প্রশংসনীয়। ওই সংগ্রামে প্রাণ যাওয়া কয়েক শ তাজা প্রাণের মধ্যে অধিকাংশই তরুণ। নিশ্চিত মৃত্যু জেনেও প্রাণনাশক অস্ত্র, গোলাবারুদ কিংবা টিয়ার গ্যাসকে আলিঙ্গন করেছিল এ-ই তরুণরা, তবুও মাথা নত করেনি কোনো অপশক্তির কাছে।

বিশেষ অতিথির বক্তব্যে, গংগাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাইনউদ্দিন কাজী বলেন, এরাই তরুণ যাদের আছে বুকভরা অদম্য মনোবল। তাই ৭১-পরবর্তী ২০২৪ সালে বারবার রক্তে রঞ্জিত আগামীর বাংলাদেশে তরুণরা সব ধরনের বৈষম্যমূলক প্রথার অবসান করে একটি আদর্শিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠনের তরুনরা যথেষ্ট ভূমিকা রাখেন আন্দোলনে । সেই বাংলাদেশে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ কিংবা দখলদারির রেশ।

কর্মশালায় বিএনপির ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী স্থানীয় গণমাধ্যম কর্মী, ওয়ার্ড মেম্বার সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও একইদিনে কুতুবা ও বড়মানিকা ইউনিয়নে তারুণ্য উৎসব কর্মশালা অনুষ্ঠিত হয়।
বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির আহ্বায়ক হাসান হাওলাদার, যুবদলের আহ্বায়ক রিয়াজ হাওলাদার, জামায়াতে ইসলামী ও শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি। ওয়ার্ড মেম্বার সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবা ইউনিয়নের আমির নুরুল করিম, বিভিন্ন ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মেম্বার সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রত্যেক ইউনিয়নে সাংবাদিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকালের খবর পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন নয়ন, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি এইচ এ শরীফ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধি, সমাজসেবীসহ
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর