May 20, 2025, 7:59 pm
শিরোনাম
শিরোনাম
তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় উপজেলা সেরা গ্রীন ভিউ মডেল স্কুল বোরহানউদ্দিনে বিজ্ঞান প্রযুক্তি ও তারুন্যের মেলা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত জাহিদ মালেক-পলক-মির্জা আজমের বিরুদ্ধে দুদকের ছয় মামলা

বোরহানউদ্দিনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম 16 টাইম ভিউ
আপডেট: May 20, 2025, 7:59 pm

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষীকিতে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার বোরহানউদ্দিন উপজেলার বাসস্ট্যান্ডে খোলা মাঠে সকাল ১০ টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বর্ণিল কর্মসূচির মাধ্যমে সারাদেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন যুবদলের যুব সংগঠনটি। আজকের দিনে ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

দেশের অন্যতম বৃহৎ এই যুব সংগঠন বিগত স্বৈরাচারী সরকারের ১৬ বছরে পুরোদমে মাঠে আন্দোলন করতে না পারলেও ভিতরে ভিতরে ছিল সুসংগঠিত।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টার আগেই বোরহানউদ্দিন উপজেলায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলে মিছিলে সমবেত হন।

পরে উপজেলা চত্বর থেকে সবাই মিলে বিশাল একটি মিছিলে সমবেত হয়ে বোরহানউদ্দিন উপজেলার বাসস্ট্যান্ড খোলা মাঠে হাজার হাজার নেতা-কর্মীদের মিলন মেলায় পরিনত হয়েছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খানের সঞ্চানলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা ২ আসন থেকে ২০১৮ সালের বিএনপির বিকল্প প্রার্থী উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।

এসময় যুবদলের নেতাকর্মীদের সকলকে কর্মদক্ষতা অর্জন করে দেশের বেকার সমস্যার সমাধান করার জন্য আহবান জানান। এর পাশাপাশি বিগত ১৫ বছর ছাত্র—ছাত্রীদের পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ছাত্রদের বিভিন্ন চাকুরির জন্য প্রস্তুতি নিতে বলেন। এর আগে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ কেক কেটে আলোচনা সভার শুভ উদ্বোধন করেন ।

বোরহানউদ্দিন পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সির তত্বাবধানে বোরহানউদ্দিন উওর বাসস্ট্যান্ডে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মূর্ধা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ আকবর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক হাসান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কাজী ও শহিদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান কবির,যুগ্ম আহ্বায়ক আলী আকবর পিন্টু, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ যুগ্ম আহ্বায়ক ফাইজুল ইসলাম ও সাইদুর রহমান লিটন,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকরুল ইসলাম মিঠু ও সাইদুর রহমান শাহিন, রুবেল কাজী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার সদস্য সচিব আতিফ ইকবাল রুবেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতাব্বর, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত,
উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি সাকিল ও সাধারণ সম্পাদক ফাহিম সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতা কর্মী গন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর