এইচ এম ইকবাল হোসেনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা বলেছেন, বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা যেন কোনভাবেই আইন নিজের হাতে তুলে না নেয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে হত্যা, গুম ও হামলার বিচার করা হবে।
কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার করা হবে।
তিনি বলেন,বোরহানউদ্দিন ও দৌলতখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে আমি তাদের প্রত্যেকের বাসায় যাব। তাদেরকে আমি পুনর্বাসনের ব্যবস্থা করবো।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, যদি কেউ পরিবেশ অশান্ত করেন, আইন নিজের হাতে তুলে নেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
সোমবার (১৯ আগস্ট) সকালে ঢাকা থেকে লঞ্চ যোগে বোরহানউদ্দিনের উদ্দেশ্য রওয়ানা দিলে বিকেল সাড়ে ৪ টার দিকে বোরহানউদ্দিন হাকিমদ্দিন লঞ্চ ঘাটে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে বরন করে নেয়।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজি, পৌর বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম খান, উপজেলা যুবদলের সভাপতি শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম খা,পৌর যুবদলের সভাপতি হেলাল মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মূর্ধা, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাব্বারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার,কাচিয়া ইউনিয়ন বিএনপি নেতা শেখ সাদী হাওলাদার, শাহীন হাওলাদার,সাফিজল মাতাব্বর, হেলা উদ্দিন মারুফ মিয়া,মিহির মিয়া, যুবদলের নেতা, রাছেল সাজী,রুবেল চৌধুরী,মো: রিপন মাল, ছাত্রদলের সভাপতি রাফসান হাওলাদার,জুলহাস মাতাব্ব,সিহাব হাওলাদার প্রমুখ
সহ উপজেলা ও বলে বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।