রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত হলেও ততটা কমেনি তাপমাত্রা। এ অবস্থায় আবহাওয়াবিদরা বলছেন, দেশব্যাপী বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে আসবে রোববার থেকে। এ অবস্থা জারি থাকবে আগামী দুই–তিন দিন। পাশাপাশি তাপমাত্রাও বাড়বে এ সময়।
গতকাল শনিবার (১৩ জুলাই) সকাল থেকে রাজধানীজুড়ে ছিল গরম। দেশের যেসব এলাকায় বৃষ্টি ঝরেছে, সেখানেও তাপ কমেনি। বৃষ্টি থেমে যাওয়ার পর গরমের তীব্রতা বেড়েছে আরও। শনিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে; কিন্তু গরমের তীব্রতা ছিল তাপপ্রবাহের মতো।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, নীচু মেঘ ও আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা খুব বেশি না থাকলেও গরমের কষ্ট বেশি অনুভূত হয়েছে। আগামী দুই–তিন দিন আকাশে মেঘ আরও কমে আসতে পারে। এতে তাপমাত্রা আরও বাড়ার পাশাপাশি গরমের তীব্রতাও বাড়তে পারে। তবে, এরপরই আবারও বৃষ্টিপাত বাড়তে পারে।