বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে দেশজুড়ে চলছে সমালোচনার মধ্যে হঠাৎ করেই আলোচনা আসে সংগীত-অভিনয়শিল্পী তাহসান রহমান খান ও তার মায়ের নাম। ঘটনা নিয়ে সামজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় আলোচনা হয় দিনভর।
তাহসানের মা সাবেক পিএসসি চেয়ারম্যান ড. জিনাতুন নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসে তাহসান প্রথম হয়েছেন—এমন দাবিও করা হয়। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ।
বুধবার (১০ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, প্রশ্নফাঁস ইস্যু থেকে নজর অন্য দিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাহসান কে নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
তিনি পোস্টে বলেন, তাহসানের নামে ছড়ানো খবরটি একেবারেই মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এসব খবর নজর অন্য দিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই। তাহসানের বাবা মা দুইজনেই অত্যন্ত সৎ মানুষ। ছোটবেলা থেকে দেখেছি। সাধারণ সরকারি কর্মকর্তাদের বাচ্চাদের মতো বড় হয়েছে তাহসান। কোনোরকম বিলাসিতা দেখিনি। যা তাহসানের অর্জন সমস্তটা গানের জন্যই।