সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
Headline
Headline
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু ভারত-বাংলাদেশের সম্পর্ক পারষ্পরিক শ্রদ্ধাবোধের হওয়া উচিত: ফখরুল ছাত্র-জনতার ওপর গুলি-হত্যা, আহত ও নিহতের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মুহাম্মদ ইউনূসের সরকারের ১ মাসে প্রাপ্তি কতটুকু? শ্রমিক মারধর: চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ চারদিন আগেই কন্যা সন্তানের বাবা হন গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা আগামীর রাজনীতি হবে তারুণ্যের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে: আমীর খসরু সরকারি প্রতিনিধি দল না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চাকরিপ্রত্যাশীদের সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা আজ ভালোবাসা অনুভবের দিন

প্রস্তাবিত বাজেট শুধু গণবিরোধী নয় দেশবিরোধী: মির্জা ফখরুল

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট শুধু গণবিরোধী নয়, দেশবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার লুটেরাতে পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট তো হবে লুট করার জন্য। বাজেটে লুটের নতুন পরিকল্পনা করা হয়েছে। তথাকথিত বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। পুরো বাজেট মেগা প্রজেক্ট, মেগা চুরি ও দুর্নীতির জন্য করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আয়ের যেসব খাত দেখানো হচ্ছে, তাতে সাধারণ মানুষের ওপর গিয়ে এই বোঝাটা পড়বে। ব্যয় মেটানোর জন্য যা করবে, সেটাও সাধারণ মানুষের ওপর গিয়েই পড়বে। অর্থাৎ এই বাজেট হলো বিদেশ থেকে এবং বাংলাদেশের অভ্যন্তরে ব্যাংক থেকে ঋণনির্ভর। সবটাই গিয়ে পড়ছে মানুষের ওপর। বাজেটের সবচেয়ে খারাপ দিক হলো এখানে কর্মসংস্থান তৈরির মতো কোনো নির্দেশনা নেই। পুরো বাজেট মেগা প্রকল্পের এবং মেগা চুরি ও দুর্নীতির জন্য করা হয়েছে। তিনি বলেন, মানুষ এই বোঝা আর টানতে পারছে না। একদিকে চরম মূল্যস্ফীতি। বিশেষ করে খাদ্যদ্রব্যের যে দাম বৃদ্ধি পেয়েছে, তা সহনীয় নয়। কয়েকদিন আগেই পেট্রোল-ডিজেল, বিদ্যুৎ-এসব জিনিসের দাম বেড়েছে। বাজেটের পর আবারও এসবের দাম বাড়বে। আইএমএফ’র সঙ্গে চুক্তির ফলে প্রতিবছর ৪ বার করে দাম বাড়বে।

মির্জা ফখরুল বলেন, এই যে বাড়তি টাকা আমরা কেন দিচ্ছি? বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে সেটা সবাই জানে। কুইক রেন্টাল থেকে শুরু করে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনাসহ সবগুলোই তাদের (সরকার) পকেট ভারী করেছে। কই রূপপুর প্ল্যান্ট তো আর এগোচ্ছে না। কোথায় গেল পায়রা বন্দর, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজগুলো?

সরকারের সমালোচনা করে তিনি বলেন, কোথায় সাধারণ মানুষের সমস্যার সমাধান করছেন? মানুষ তো আর পারছে না। বহু মানুষ কিন্তু শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। কারণ তারা ঢাকা শহরে আর টিকতে পারছে না। আর গ্রামে গিয়েও বিপদে পড়ছে, সেখানে কর্মসংস্থান নেই।

বৈধ আয় এবং কালোটাকা সাদা করার ক্ষেত্রে করের বিষয়ে মির্জা ফখরুল বলেন, যারা ন্যায়ভাবে আয় করে তাদের ওপরই তো পুরো চাপ পড়ে। অন্যায়কারীদের জন্য কিছু হয় না। চারদিকে তাকালেই দেখবেন। এটা সুশাসনের অভাব এবং সরকারের চরম ব্যর্থতা।

প্রস্তাবিত বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে সরকারের ক্ষমতা দখল করে আছে। এক কথায় বলতে গেলে, এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এ দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার!

এদিকে রাজধানীতে এক দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধ সরকার সাধারণ মানুষকে মেরে ফেলার বাজেট দিয়েছে। নজিরবিহীন লুটপাটের জন্য এ বাজেট দেওয়া হয়েছে। সরকারের মন্ত্রী, এমপি ও তাদের ঘনিষ্ঠজনদের পকেট ভারী করতে ডামি সরকার গণধিকৃত বাজেট দিয়েছে।

অন্যান্য দল ও জোটের প্রতিক্রিয়া : ‘জনসমর্থনহীন অবৈধ সংসদের’ জাতীয় বাজেট ঘোষণার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংসকারী এ ধরনের রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না।

আরেক বিবৃতিতে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ওপর বাড়তি কর আরোপের একটি বাজেট মাত্র। এই বাজেট দেশ ও দেশের জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। অর্থমন্ত্রী বাজেটে যেসব পরিসংখ্যান ও নীতিবাক্য উচ্চারণ করেছেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বাজেটকে লুটেরা সরকারের প্রতিচ্ছবি বলে বর্ণনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই বাজেট দেশের অর্থনীতিকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে।

১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ঋণনির্ভর, অদূরদর্শী ও বাস্তবায়নের অযোগ্য এ বাজেট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাজেটে বাজারের আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের জন্য কোনো সুখবর নেই। জীবনযাত্রার অসহনীয় ব্যয় কমাতে বাজেটে বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেই।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, প্রস্তাবিত বাজেট জাতীয় ঋণের বোঝা বৃদ্ধির বাজেট। এছাড়া গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর উচ্চাভিলাষী আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ঋণনির্ভর বাজেটে জনগণের জন্য সুখবর নেই।

ভারপ্রাপ্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে ফখরুলের বৈঠক : ঢাকায় ভারপ্রাপ্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার নার্দিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে গুলশানে হাইকমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বৈঠক করেন দুজনে। বৈঠকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর পরিস্থিতি ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিকে বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালেয় আসেন ঢাকায় কর্মরত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। সেখানে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেন। বিকাল ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন। তবে বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর