মোঃ সিরাজুল ইসলাম (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কাচিয়া ইউনিয়ন দক্ষিণ শাখার বিএনপির সভাপতি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ।
বুধবার (১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৭ টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। কাচিয়া ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার সভাপতি মোঃ শেখ সাদী হাওলাদার স্থানীয় বিএনপির পক্ষ থেকে পূজার শুভেচ্ছা জানান এবং বলেন,বিএনপি সব ধর্মের মানুষের সহাবস্থান ও উৎসবের নিরাপত্তায় বিশ্বাসী। হিন্দু ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আমাদের দল সবসময় পাশে রয়েছে।
তিনি আরও বলেন , দলের সকল নেতা-কর্মীরা যেন, হিন্দু সম্প্রদায়ের পূজা আয়োজনকে সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহায়তা করেন, শেখ সাদী হাওলাদার তার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের ৭ টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, কাচিয়া ইউনিয়ন ( দক্ষিণ) বিএনপির সিনিয়র সহ-সভাপতি , মোঃ জামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক কাচিয়া ইউনিয়ন দক্ষিণ শাখা মোঃ শাহিন হাওলাদার , বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন , কাচিয়া ইউনিয়ন দক্ষিণ যুবদলের সভাপতি মোঃ রাসেল শাহ , যুবদল সহ-সভাপতি বাছেদ মাতাব্বর, রুবেল চৌধুরী, কাচিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আনোয়ার হোসেন , মোঃ কামরুল ইসলাম ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিরাজ হাওলাদার , ছাত্রদলের সভাপতি মোঃ রাফসান হাওলাদার , বিএনপি নেতা মোঃ আলমগীর মুন্সী সহ বিএনপি ও তার অংগ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ।