মোঃ সিরাজুল ইসলাম প্রতিনিধিঃ
যত জ্ঞানীগুণী লোকের সরকারই হোক, নির্বাচিত সরকার ব্যতীত সেগুলো দুর্বল। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
মেজর হাফিজ বলেন– অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেয়া। অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন সংক্রান্ত সংস্কার দ্রুত শেষ করে যুক্তিসংগত সময়ে নির্বাচন দেয়া।
এদিকে, আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক মেজর হাফিজকে অব্যহতি প্রদান করেন। এ মামলার মোট আসামি ছিলেন দুজন।
উল্লেখ্য, ২০১৮ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে মামলাটি করেন।