মো: শাহিনুর ইসলাম [ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রাজাগাও ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আজ ১৭/১০/২৪ইং রোজ বৃহস্পতিবার টাংনব্রিজে মাদক মুক্ত করার লক্ষে অভিযান করেন চাপাতি একতা উদয়ন সংঘের সদস্যরা। চাপাতি একতা উদয়ন সংঘের সদস্য মো: মাইনদ্দিন ইসলাম বলে আমরা চুয়ামনি বাজারেই ছিলাম হঠাৎ করে আমার ফোনে ফোন আসে আমাকে জানান ওখানে মাদক সেবন করতেছে। পড়ে আমি আমাদের চাপাতি একতা উদয়ন সংঘের সদস্যদের নিয়ে যায় দেখি কয় একটা ছেলে মাদক সেবন করতেছে পড়ে তাদের আমরা জিজ্ঞেসা করি তারা শিকার হয় এবং আমাদের কাছে তারা মাফ চায় এবং বলে এমন ভুল আমরা আর জিবনেও করবো না পড়ে তাদের কেরিয়ার এর কথা চিন্তা করে তাদের পরিবারের হাতে তুলে দেয়। মো: জিয়ারুল ইসলাম বলেন আমাদের মুল লক্ষ রাজাগাও ইউনিয়কে মাদক মুক্ত করবো এতে আমাদের যা করার দরকার আমরা করবো। আমরা তোমাদের পরিবারের কথা চিন্তা করে তোমাদের কে ছাড়ি দিচ্ছি। এর পড়ে এমন ভুল করলে তোমাদের কাউকে ছাড় দেওয়া হবে না।