ডেস্ক রিপোর্টঃ
সঠিক ভাবে বৃষ্টির পানি নামতে না পারায় মাগুরার -শালিখা উপজেলা সংলগ্ন আড়পাড়া বাজারের ৫০ গজ পূর্বে শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। বসত বাড়ি, ও গোয়াল ঘরের ভিতর পানি ঢুকে পড়েছে।সেই সাথে পথ , ঘাট সবই পানির নিচে। পানি নিষ্কাশনের সুব্যবস্হা না থাকার কারনে এই অবস্হার সৃষ্টি হয়েছে।ফলে পরিবারের লোকজন এবং গবাদি পশুপাখি খুবই নাজুক পরিস্হিতিতে আছে।বিষয়টির আশু সমাধান কল্পে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।