চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি স্টাফ রিপোর্টার :-
এ পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক সময়ে অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি আরও জানান, বর্তমানে পার্বত্য জেলায় যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যে কোনও ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে পর্যটক ভ্রমণে কোনও নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে না বলেও জানান।
মূলকথা হলো:- গত বৃহস্পতিবার খাগড়াছড়িতে দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। এর পরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ছড়িয়ে পড়ে চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। সাজেক যেতে হলে দীঘিনালার এই সড়ক ধরে যেতে হয়।তাই গত শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধে কারণে আটকা পড়ে প্রায় দেড় হাজার পর্যটক। তখন থেকে যান চলাচল বন্ধ থাকে এবং বিদ্যুৎ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাজেকে বিদ্যুৎ-পানি ও খাদ্য সঙ্কটে পড়েছে ভ্রমণ পিপাসু পর্যটকরা।