June 13, 2025, 12:08 pm
শিরোনাম
শিরোনাম
পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তেরখাদায় মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তেরখাদার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। লালমোহন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কু*পি*য়ে র*ক্তাক্ত জখম, আহত ৩ পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় উপজেলা সেরা গ্রীন ভিউ মডেল স্কুল বোরহানউদ্দিনে বিজ্ঞান প্রযুক্তি ও তারুন্যের মেলা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত

ঢাবির হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম 34 টাইম ভিউ
আপডেট: June 13, 2025, 12:08 pm

মোঃ সিরাজুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক (এফএইচ) মুসলিম হলে গত বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে বিচার দাবি করে আজ শুক্রবার মানববন্ধন করেছে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের ভাইকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কাজে যথাযথ সহযোগিতা না করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিচার নিশ্চিত করার দাবিও জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া ঢাবি শিক্ষার্থী নাসরিন সুলতানা বলেন, ‘তোফাজ্জল শুধু পাথরঘাটার সন্তান না, স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা আর কোনো তোফাজ্জলকে হারিয়ে যেতে দিতে চাই না। আমরা আশা রাখব, বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায়বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলাল হোসেন রাকিব বলেন, ‘একমুঠো ভাতের জন্য কাউকে প্রাণ দিতে না হয়। কোনো প্রতিষ্ঠানে এ রকম ঘটনা আমরা দেখতে চাই না। অন্তরবর্তী সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি করছি।’

ঢাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার জিয়াউর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলায় কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না, দায়সারা কাজ করে যাচ্ছে। হত্যায় জড়িতদের ছাত্রত্ব এখনো বাতিল করা হয়নি। আপনারা দায় এড়াতে চাইলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। তোফাজ্জলের কেউ নেই তবে পাথরঘাটাবাসী আছে। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা বিচার নিশ্চিত করব।’

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে রাতে কয়েক দফায় নির্যাতন করে, পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর