October 15, 2024, 2:26 pm
শিরোনাম
শিরোনাম
এইচএসসি পরীক্ষা: কোন বোর্ডে পাসের হার কত? রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূজামণ্ডপে ভাঙচুরের অভিযোগে নারী আটক ইরানে হামলা হলে আকাশসীমা বন্ধ করে দেবে আরব দেশগুলো বাঙ্গালহালিয়াতে সকল শারদীয়া পূজা মন্ডপ পরিদর্শন আসেন – ইউপি চেয়ারম্যান আদোমং মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃ*ত্যু নতুন বাইপাস মোড় জামালপুরে নির্মাণাধীন ৫তলা ভবনের সেফটি ট্যাংকে পাওয়া গেলো নৈশপ্রহরীর লাশ বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার পরিচিতি সভা কাপ্তাই জোন ৫৬ অটল সেনাবাহিনী কর্তৃক ৩টি পূজামণ্ডপ কে আর্থিক সহাযতা নগদ প্রদান কাপ্তাই জোন ৫৬ অটল সেনাবাহিনী কর্তৃক ৩টি পূজামণ্ডপ কে আর্থিক সহাযতা নগদ প্রদান

ঝালকাঠিতে আমুর বিরুদ্ধে ২টি ও শাহজাহান ওমরের ১টি মামলা

রিপোর্টারের নাম 18 টাইম ভিউ
আপডেট: October 15, 2024, 2:26 pm

ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গত ২ সেপ্টেম্বর অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এবং ১২ সেপ্টেম্বর দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

এ দিকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন নৌকার আলোচিত সংসদ সদস্য শাহজাহান ওমরের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা
ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে ৩টি ও রাজাপুর উপজেলায় ১টি মামলা হয়েছে। এ ছাড়া নলছিটি ও কাঁঠালিয়া উপজেলায় এ পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

ঝালকাঠি সদর উপজেলায় ছাত্রদলের সহসভাপতি বিজয় কুমার সরকার ওরফে কেশব সুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামালের ভাই বিএনপি নেতা মিনার মাহমুদ জুয়েল ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমীন লেলিন মুক্তা বাদী হয়ে মামলা ৩টি দায়ের করেন। এ ছাড়া রাজাপুর উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে ৩৪৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর