October 15, 2024, 4:31 pm
শিরোনাম
শিরোনাম
এইচএসসি পরীক্ষা: কোন বোর্ডে পাসের হার কত? রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত পূজামণ্ডপে ভাঙচুরের অভিযোগে নারী আটক ইরানে হামলা হলে আকাশসীমা বন্ধ করে দেবে আরব দেশগুলো বাঙ্গালহালিয়াতে সকল শারদীয়া পূজা মন্ডপ পরিদর্শন আসেন – ইউপি চেয়ারম্যান আদোমং মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃ*ত্যু নতুন বাইপাস মোড় জামালপুরে নির্মাণাধীন ৫তলা ভবনের সেফটি ট্যাংকে পাওয়া গেলো নৈশপ্রহরীর লাশ বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার পরিচিতি সভা কাপ্তাই জোন ৫৬ অটল সেনাবাহিনী কর্তৃক ৩টি পূজামণ্ডপ কে আর্থিক সহাযতা নগদ প্রদান কাপ্তাই জোন ৫৬ অটল সেনাবাহিনী কর্তৃক ৩টি পূজামণ্ডপ কে আর্থিক সহাযতা নগদ প্রদান

অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না: তারেক রহমান

রিপোর্টারের নাম 19 টাইম ভিউ
আপডেট: October 15, 2024, 4:31 pm

ডেস্ক রিপোর্টঃ
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। তবে বিগত মাফিয়া সরকারের সুবিধাভোগীরা এই সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সরকারের ব্যর্থ হলে তা সকলের ব্যর্থতা হবে। তাই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ এই সরকারকে সহযোগিতা করছে। তবে কোনো একপর্যায়ে অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয়। তাই নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠাই এই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ।

তিনি আরও বলেন,, গত ১৫ বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। এই চক্র দেশকে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। টাকা পাচার ও ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে। এছাড়া, আর্থ-সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতি-নীতিকেও ধ্বংস করে দিয়েছে।

নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি মনে করে বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতে দোষের কিছু নেই। কারণ জনগণ কাকে সমর্থন জানাবে তা শেষ পর্যন্ত জনগণই ঠিক করবে। তাই বিএনপি বারবার জনগণের ভোটের অধিকারের ওপর জোর দিয়েছে।

বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষ দেখিয়ে দিয়েছে তারা স্বৈরশাসন মেনে নিতে রাজি নয়। এই সংগ্রামে হতাহতদের জনগণ আজীবন স্মরণ করবে। রাষ্ট্র অবশ্যই তাদের প্রতিটি পরিবারের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে বলেও মন্তব্য করেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর