ডেস্ক রিপোর্টঃ
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। তবে বিগত মাফিয়া সরকারের সুবিধাভোগীরা এই সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সরকারের ব্যর্থ হলে তা সকলের ব্যর্থতা হবে। তাই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ এই সরকারকে সহযোগিতা করছে। তবে কোনো একপর্যায়ে অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয়। তাই নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠাই এই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ।
তিনি আরও বলেন,, গত ১৫ বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। এই চক্র দেশকে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। টাকা পাচার ও ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে। এছাড়া, আর্থ-সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতি-নীতিকেও ধ্বংস করে দিয়েছে।
নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি মনে করে বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতে দোষের কিছু নেই। কারণ জনগণ কাকে সমর্থন জানাবে তা শেষ পর্যন্ত জনগণই ঠিক করবে। তাই বিএনপি বারবার জনগণের ভোটের অধিকারের ওপর জোর দিয়েছে।
বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষ দেখিয়ে দিয়েছে তারা স্বৈরশাসন মেনে নিতে রাজি নয়। এই সংগ্রামে হতাহতদের জনগণ আজীবন স্মরণ করবে। রাষ্ট্র অবশ্যই তাদের প্রতিটি পরিবারের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে বলেও মন্তব্য করেন তারেক রহমান।