ডা. আজাদ খান,বিভাগীয় ব্যুরো চিফ ময়মনসিংহঃ
রবিবার (১৫ সেপ্টেম্বর/২৪) দুপুরে মেকিং মার্কেটস্ ওয়ার্ক ফর দি লাষ্ট মাইল (M4L) [পারি ডেভেলপমেন্ট ট্রাষ্ট-এর একটি প্রকল্প] এর আয়োজনে চরপাড়া কালেকশন পয়েন্ট হতে কেআইটি ট্রেডার্স এর মাধ্যমে সবজি দুবাই রপ্তানির এক উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, পারি ডেভেলপমেন্ট ট্রাষ্ট এর পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার সুশান্ত সাহা, লাইভলিহোড অফিসার রাজু আহম্মেদ, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আমিনুল ইসলাম।
উদ্ভোধনকালে উপজেলা সমাজসেবা অফিসার বলেন, এই কালেকশান পয়েন্ট হতে সবজি বাহিরে রপ্তানি এই এলাকার জন্য এক মাইল ফলক। কৃষকের উন্নয়ন তথা দেশের উন্নতিকল্পে কৃষক ও কালেকশন পয়েন্ট কমিটির একত্রে এই অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হবে।
কেআইটি ট্রেডার্স এই সবজি ক্রয় করে। এখানেই সবজি বাছাই ও প্রসেসিং করা হয়।
প্রতিটি কার্টুনে পাঁচ কেজি করে এই প্রথম বারের মত পারি-M4L প্রকল্পের সহায়তায় জামালপুরের লক্ষীরচরের চরপাড়া কালেকশন পয়েন্ট হতে একটন বা ১০০০কেজি করলা দেশের বাহিরে দুবাই তে রপ্তানি করা হলো।