ডেস্ক রিপোর্টঃ
হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আবুল হাসান এপিবিএন টেকনাফে কর্মরত ছিলেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানাতেই মামলা রয়েছে। সেই মামলায় টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা যায়।
শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশে ব্যাপক রদবদল হয়। যাত্রাবাড়ী থানার দায়িত্ব থেকে সরিয়ে এপিবিএন টেকনাফে বদলি করা হয়েছিল যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসানকে।