October 14, 2024, 5:22 pm
শিরোনাম
শিরোনাম
পূজামণ্ডপে ভাঙচুরের অভিযোগে নারী আটক ইরানে হামলা হলে আকাশসীমা বন্ধ করে দেবে আরব দেশগুলো বাঙ্গালহালিয়াতে সকল শারদীয়া পূজা মন্ডপ পরিদর্শন আসেন – ইউপি চেয়ারম্যান আদোমং মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃ*ত্যু নতুন বাইপাস মোড় জামালপুরে নির্মাণাধীন ৫তলা ভবনের সেফটি ট্যাংকে পাওয়া গেলো নৈশপ্রহরীর লাশ বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার পরিচিতি সভা কাপ্তাই জোন ৫৬ অটল সেনাবাহিনী কর্তৃক ৩টি পূজামণ্ডপ কে আর্থিক সহাযতা নগদ প্রদান কাপ্তাই জোন ৫৬ অটল সেনাবাহিনী কর্তৃক ৩টি পূজামণ্ডপ কে আর্থিক সহাযতা নগদ প্রদান রিমান্ড শেষে সাবেক খাদ্যমন্ত্রী ও দুই সচিবকে কারাগারে প্রেরণ দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: ধর্ম উপদেষ্টা

১৫ বছরে জামায়াতের চেয়ে কেউ বেশি ক্ষতিগ্রস্থ হয়নি: সেলিম উদ্দিন

রিপোর্টারের নাম 25 টাইম ভিউ
আপডেট: October 14, 2024, 5:22 pm

ফেনী প্রতিনিধিঃ
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সভাপতি সেলিম উদ্দিন বলেছেন, আমরা ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন চেয়েছি। তবে তিনি পালিয়ে যাক এটা আমরা চাইনি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোনাগাজী উপজেলা ও পৌর শাখার আয়োজনে বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ জনসাধারণ ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতি দেখতে এসে জামায়াত নেতা সেলিম উদ্দিন আরও বলেন, এদেশে ছাত্র সমাজের গায়ে হাত দিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। শেখ হাসিনাও টিকে থাকতে পারেনি। যদিও তারে নামাতে সাড়ে ১৫ বছর লেগেছিল। ছাত্র আন্দোলনে নতুন নতুন শব্দ চয়নের মাধ্যমে তার পতনে চমক সৃষ্টি করেছিল।

তিনি বলেন, এ দেশে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমাদের চেয়ে বেশি কেউ ক্ষতিগ্রস্থ হয়নি। আমরা ক্ষমা করে দিয়ে আল্লাহকে স্বাক্ষী রেখেছি। মানুষের জন্য রাজনীতি করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আওয়ামী লীগ বিশ্বে একমাত্র জঙ্গী সংগঠন হিসেবে সেদিন থেকে স্বীকৃতি লাভ করেছে। যে ঢাকা শহরে দিন দুপুরে লগি বৈঠার তাণ্ডব চালিয়েছিল। যেদিন ৫৭ সেনা অফিসারকে হত্যা করেছিল, যেদিন আমাদের কেন্দ্রীয় নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল।

সেলিম উদ্দিন আগামী নির্বাচনে ফেনী-৩ আসনে জামায়াত নেতা ডা. ফখরুদ্দিন মানিককে জনতার প্রার্থী হিসাবে ঘোষণা করে তার পক্ষে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান জানান।

সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মো. মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।

সভায় বক্তব্য রাখেন- ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য এ কে এম শামসুদ্দিন, সেক্রেটারি মুফতি মাওলানা আব্দুল হান্নান, জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক মানিক, আব্দুর রহিম, উপজেলা সেক্রেটারি বদরুদৌজা, পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্যাহ প্রমুখ।

সভায় ডা. ফখরুদ্দিন মানিক বলেন, জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মামলা ও হামলা করে ধমিয়ে রাখতে পারেনি। আগামীতেও কেউ পারবে না। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে। আমরাও আগামীতে স্বাধীনতাকে অর্থবহ করতে জীবন দিতে প্রস্তুুত রয়েছি।

দুপুরে ফেনীর সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মীরা ছাড়াও হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জিরো পয়েন্ট থেকে ওয়াপদা গেট সড়ক, জিরো পয়েন্ট থেকে বাসস্ট্যান্ড সড়ক, জিরো পয়েন্টে থেকে হাইস্কুল পর্যন্ত পথসভা জনসভায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর