বাপ্পিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে বিএনপিসহ সমমনা দলগুলো।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে বলে আমরা আশা করছি। বিএনপি নতুন সরকারকে সব ধরনের সহায়তা করে যাবে বলে জানান তিনি।
বিএনপি নেতা বলেন, রাষ্ট্র সংস্কার বা মেরামত নতুন কিছু নয়। এটা আগেই জাতির সামনে উপস্থাপন করেছে বিএনপি। একটা সুন্দর দেশ গঠনে কাজ করবে বিএনপি। ৩১ দফা বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি।