ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতরাতে এ ঘটনা ঘটে।
নিহত জয়ন্ত কুমার সিংহ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ফকির ভিঠা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার মধ্য রাতে জয়ন্তসহ কয়েকজন সীমান্তের ৩৯৩ পিলারের কাছে যান। এ সময় ভারতের ডিংগাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও জয়ন্ত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তার মৃতদেহ ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা রংপুরে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।