পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সঙ্গে মতবিনিময় করেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামী। এ সময় দলের পক্ষ থেকে নিহতের পরিবারগুলোকে ২ লাখ টাকা করে ২৩টি পরিবারকে মোট ৪৬ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ শাহ্আলম।
জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাড. মোয়াজ্জেম হোসাইন হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, শূরা সদস্য ও পটুয়াখালী জেলার সাবেক আমির মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন খান রাযী।
এ সময় প্রধান অতিথি অ্যাড. মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, ছাত্রজনতার রক্তের বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, যা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজন হলে জাতীয় ঐক্য গঠন করতে হবে এবং হত্যা, নির্যাতন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী শহীদদের পরিবারের জন্য কাজ করে যাবে এবং আহতদের চিকিৎসা সহায়তা দেবে।