কোটা সংস্কারের দাবিতে সারাদেশে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় বিভিন্ন স্থানে হামলা পাল্টার হামলা হয়েছে। এতে আহত হয়েছেন কয়েক শ শিক্ষার্থী। সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার সমালোচনা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
সোমবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে তারা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আহসানুল হক তার ফেসবুক ওয়ালে লিখেছেন, একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত। যাদের গড়ার কারিগর আমরা, চোখের সামনে তাদের এই অবস্থা দেখছি নিজের চোখে। একজন শিক্ষক হিসেবে এর চেয়ে লজ্জার কিছু নাই আমার কাছে।
সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান তার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, বাকরুদ্ধ ! আমরা ন্যায়বিচার চাই এবং আমাদের ছাত্রদের পাশে দাঁড়ানো প্রয়োজন। তিনি লেখার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত রক্তাক্ত ছবি সংযুক্ত করেন।