বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিজ্ঞপ্তি থেকে চূড়ান্ত ফল পর্যন্ত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সময় লেগে যাচ্ছে তিন থেকে চার বছর। করোনা মহামারির স্থবিরতাও সাম্প্রতিক বছরগুলোতে পিএসসিকে বেশ ভুগিয়েছে। পরীক্ষকদের খাতা দেখায় বিলম্বসহ বিভিন্ন কারণে বিসিএস শেষ করতে দেরি হচ্ছে। তবে পিএসসির কিছু পদক্ষেপের কারণে বিসিএস শেষ করার সময় কমে আসতে শুরু করেছে। বিগত বছরে দুটি বিসিএসের ফল প্রকাশ করেছিল পিএসসি। চলতি বছর দুটি এবং আগামী বছর আরও দুটি বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দিতে চায় কমিশন।
এ ছাড়া ২০২৬ সাল থেকে বছরে একটি বিসিএসের বিজ্ঞপ্তি দিয়ে সেটি শেষ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকারের সংবিধিবদ্ধ সংস্থাটি।
পিএসসি সূত্রে জানা গেছে, গত বছর ৪১তম ও ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। কমিশন এখন তিনটি বিসিএস নিয়ে কাজ করছে। এর মধ্যে একটি বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা চলছে। দ্বিতীয়টির লিখিত পরীক্ষা হলেও ফল প্রকাশ হয়নি এবং অন্যটির প্রিলির ফল শেষে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ৪০, ৪১ ও ৪৩তম বিসিএসের প্রতিটি শেষ করতে পিএসসির সময় লেগেছে তিন থেকে সাড়ে তিন বছর। এ সময়টা কমিয়ে আনার চেষ্টাই করে যাচ্ছে পিএসসি।
পিএসসি থেকে জানা গেছে, ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর। প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে ২০১৯ সালের ৩ মে। একই বছরের ২৫ জুলাই প্রিলির ফল প্রকাশিত হয়েছে। ২০২০ সালের ৮ ও ৯ মার্চ লিখিত পরীক্ষা শেষে ফল প্রকাশ হয়েছে ২০২১ সালের ২৭ জানুয়ারি। পরের মাসের ১৬ তারিখ মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হয়েছে। ২০২২ সালের ৩০ মার্চ চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। অর্থাৎ, এই বিসিএস শেষ করতে সময় লেগেছে সাড়ে তিন বছর। এদিকে, ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি হয়েছে ২০১৯ সালের ২৭ নভেম্বর। ২০২১ সালের ১৯ মার্চ প্রিলি পরীক্ষার পর একই বছরের ২ আগস্ট ফল প্রকাশ করা হয়েছে। ওই বছরেরই ২৯ নভেম্বর লিখিত পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয়েছে ২০২২ সালের ১০ নভেম্বর। ২০২৩ সালের ৫ মার্চ থেকে ২৬ জুন মৌখিক পরীক্ষা শেষে ওই বছরের ৬ আগস্ট চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এই বিসিএস শেষ করতে সময় লেগেছে ৩ বছর ৮ মাস। অন্যদিকে, ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি হয়েছে ২০২০ সালের ৩০ নভেম্বর। ২০২১ সালের ২৯ অক্টোবর প্রিলি পরীক্ষা শেষে ফল প্রকাশিত হয় ২০২২ সালের ২০ জানুয়ারি। ওই বছরের ২৪ জুলাই থেকে লিখিত শুরু হয়েছে। ফল প্রকাশ হয়েছে ২০২৩ সালের ২০ আগস্ট। এরপর ৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত হয়েছে মৌখিক পরীক্ষা। চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে ওই বছরেরই ২৬ ডিসেম্বর। এই বিসিএস শেষ করতে পিএসসি সময় নিয়ে।