আষাঢ় মাসের শেষ সপ্তাহ চলছে। এমন সময় আকাশ ভেঙে ঝুমবৃষ্টি নামবে এমনটাই স্বাভাবিক। যদিও গত দুদিনের চিত্র এমন কথা বলে না। কারণ গত দুদিন ছিল ভ্যাপসা গরম। তবে সেই প্রবণতা যেন আর বাড়তে দিল না আষাঢ়ে বৃষ্টি।
ছুটির দিন শুক্রবার সাতসকাল আকাশে মেঘ ভেঙে পড়ল বৃষ্টি। যাতে গড়িয়ে গেল জমে থাকা সব ভ্যাপসা গরম। যদিও এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস।
আষাঢ়ের এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নিয়ে এলেও সঙ্গে রয়েছে নানা ভোগান্তি। কারণ জলাবদ্ধতা। ভোর ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি পানি জমে গেছে। কিছু সড়ক এমন আছে যেখানে কোমর পর্যন্ত পানি হয়েছে।
সাপ্তাহিক এই ছুটির দিন হওয়ায় অনেকেই বের হয়নি। তারপরেও যাদের কাজে বের হতে হয়েছে তারা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।