সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
Headline
Headline
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু ভারত-বাংলাদেশের সম্পর্ক পারষ্পরিক শ্রদ্ধাবোধের হওয়া উচিত: ফখরুল ছাত্র-জনতার ওপর গুলি-হত্যা, আহত ও নিহতের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মুহাম্মদ ইউনূসের সরকারের ১ মাসে প্রাপ্তি কতটুকু? শ্রমিক মারধর: চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ চারদিন আগেই কন্যা সন্তানের বাবা হন গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা আগামীর রাজনীতি হবে তারুণ্যের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে: আমীর খসরু সরকারি প্রতিনিধি দল না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চাকরিপ্রত্যাশীদের সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা আজ ভালোবাসা অনুভবের দিন

একসঙ্গে এগোতে চান ঢাকা মহানগর বিএনপির নেতারা

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

কমিটি গঠনে ‘তরুণ’ নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। এতে দলটির সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিতে অনেক সিনিয়র নেতা বাদ পড়েছেন। অথচ বাদ পড়া এসব নেতাকে মহানগরীর রাজনীতির জন্য প্রভাবশালী হিসেবেই দেখা হয়। নতুন কমিটিতে বাদ পড়া সিনিয়র নেতাদের অনেকেই অসন্তুষ্ট। ফলে কমিটি গঠনের দিন রোববার রাতেই ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্বাসের বাসায় বৈঠক হয়। সেখানে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ অনেক সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। গতকাল সোমবার উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বিএনপি মহাসচিব গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তবে বাদ পড়া নেতাদের সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংঘবদ্ধ থেকে নতুন কমিটির সঙ্গে কাজ করে সামনে এগোতে চান। তারা আলাপকালে জানান, দলের যে কোনো কর্মসূচিতে আগের মতোই সক্রিয় ভূমিকা রাখবেন।

এদিকে বাদ পড়া সিনিয়র নেতাদের সঙ্গে গতকালও রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে মহানগর বিএনপির কার্যালয়ে দক্ষিণ নতুন নেতারা বৈঠক করেছেন। দেশ ও রাজনীতির এই সংকটকালে তারা সবাই সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবেন বলে বৈঠকে মতামত ব্যক্ত করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নবগঠিত মহানগর কমিটি খালেদা জিয়ার চলমান আন্দোলনসহ সব আন্দোলনে অত্যন্ত ভালো ভূমিকা রাখবে বলে আশা করি। আমি মনে করি একটি ঢাকা মহানগরীর বিএনপি জন্য একটি ভালো নেতৃত্ব এসেছে।

মহানগরীর নতুন কমিটি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, কারও মুখ দেখে পদ দেওয়া হয়নি। বরং বিগত আন্দোলন সংগ্রামে কার কী ভূমিকা ছিল সেসবই দলের নীতিনির্ধারকরা বিবেচনায় নিয়েছেন। আমি বিশ্বাস করব, নতুন নেতৃত্ব আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী গতকাল কালবেলাকে বলেন, আমার এখন বয়স হয়েছে। কেউ তো আর দুনিয়াতে চিরদিন থাকবে না। দীর্ঘদিন ধরে মহানগরীতে রাজনীতি করি। হামলা-মামলায় জর্জরিত। জেল খাটতে হয়েছে অনেকবার। নগর বিএনপির নতুন কমিটি যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, এ বিষয়ে কিছু বলতে চাই না। যারা আন্দোলন করতে পারবেন তিনি হয়তো তাদের দিয়েই কমিটি করেছেন। আমি দলের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এখন দায়িত্বপ্রাপ্ত নেতাদের উচিত হবে আওয়ামী লীগ সরকার পতনের লক্ষ্যে আন্দোলন জোরদার করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর