শেকৃবি প্রতিনিধিঃ
চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় মিরপুর-ফার্মগেট এবং মহাখালী-শিশুমেলা সড়ক দুই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। ফলে এ রুটে যানবাহন চলাচল বন্ধ থাকে প্রায় ২ ঘণ্টা। পরে বিকেল ৫টার পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
রোববার (৭ জুলাই) দুপুর ৩টা পরপর বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে স্লোগান-মিছিল দিয়ে আগারগাঁও আট রাস্তার মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে তীব্র আন্দোলন গড়ে ওঠে।
শিক্ষার্থীদের দাবি, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী কেবল বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীদের থেকে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া।