দিনাজপুরের পাঁচবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।
শুক্রবার (৫ জুলাই) সকালে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে পাঁববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহণ ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ড্রাইভার, নাবিল পরিবহণের হেলপার ও আরও তিন যাত্রী ঘটনাস্থলে মারা যান। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।