ফেনী প্রতিনিধিঃ
ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে পাকা-কাঁচা স্থাপনা। উপজেলার লেমুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কালিদাস পাহালিয়া নদীর পূর্ব পাশে লেমুয়া বাজারের প্রধান সড়কের পাশের জায়গা দখল করে স্থানীয় কিছু ভূমিদস্যু যেন স্থাপনা নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরও নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। অবস্থাদৃষ্টে মনে হয়, যেন তাদের নীরব সম্মতিতেই চলছে সরকারি ভূমি দখলযজ্ঞ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার লেমুয়া বাজারের প্রধান সড়কের পাশে রুবেল নামে এক প্রভাবশালীর নেতৃত্বে পাউবোর জায়গা দখল করে সেখানে বর্তমানে কয়েকটি পাকা দোকানঘর নির্মাণের কাজ চলছে। তড়িঘড়ি স্থাপনা নির্মাণে দিনের পাশাপাশি রাতেও চলছে নির্মাণকাজ। নির্মাণ করা হয়েছে বহুতল ভবনও। কয়েকটি নতুন নির্মিত পাকা দোকানঘর বানানোর কাজ। দোকানে চলাচলের সুবিধার্থে সড়ক ঘেঁষে বানানো হয়েছে সিঁড়ি। এ ছাড়া সড়কের দুই পাশ দখল করে বাঁশের বেড়া ও টিনের ছাউনিতে নির্মাণ করা বেশ কয়েকটি দোকানঘরের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে নতুন নতুন দোকানঘর।