December 9, 2024, 4:22 pm
শিরোনাম
শিরোনাম
বোরহানউদ্দিনে ছিনতাইসহ সাজাপ্রাপ্ত আসামি আটক বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা” নিন্দার ঝড় বাংলাদেশ ইস্যুতে ভারতের নাক গলানোর কড়া সমালোচনা করে যা বললেন রিজভী আওয়ামী লীগ আমলে প্রতি বছর বিদেশে পাচার হয় ১৬ বিলিয়ন ডলার গ্রেনেড হামলা মামলার রায়: বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮২ ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সবাই খালাস স্থগিত পরীক্ষার বিষয়ে যেসব সিদ্ধান্ত নিলো পিএসসি ক্ষমতায় গেলে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করবে বিএনপি সচিবালয়ে অনশনে তিতুমীরের ১২ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

কোটাবিরোধীদের এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

রিপোর্টারের নাম 56 টাইম ভিউ
আপডেট: December 9, 2024, 4:22 pm

বিশেষ প্রতিনিধিঃ
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত সারা দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ছাড়া শুক্রবার অনলাইন-অফলাইনে বৈঠক এবং শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। একই দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালত যে রায় দিয়েছেন সে ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একই সঙ্গে কোটা প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছে সংগঠনটি।

লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন। সন্ধ্যা ৬টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা শাহবাগ মোড় ছাড়েন। এর আগে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলাভবন, ভিসি চত্বর ও টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়।

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ১ জুলাই থেকে আমাদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ছিল। এখন পর্যন্ত নির্বাহী বিভাগ বা সরকারের উচ্চ পদস্থ কোনো কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি এবং কোনোরকম আশ্বস্তও করা হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং রাজপথে আমরা থাকব। শুক্রবার (আজ) চার দফার ভিত্তিতে অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ কর্মসূচি চলবে। এটা সারা দেশেই সমন্বিতভাবে করা হবে। শনিবার (আগামীকাল) সব বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিকেল ৩ টায় বিক্ষোভ মিছিল বের হবে। রোববার সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস-পরীক্ষা বর্জনের মতো ধর্মঘট পালন হবে।শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি: গতকাল শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির পাশাপাশি পুলিশও শক্ত অবস্থান নেয়। অবরোধ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের একজনের সঙ্গে এক পুলিশ সদস্যের উচ্চবাচ্য হয়। এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অবস্থানরত পুলিশের দিকে তেড়ে যান। একপর্যায়ে, তারা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহসহ বেশ কয়েকজন গিয়ে তাদের শান্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর