বিশেষ প্রতিনিধিঃ অতিথি বেশে বরযাত্রীদের মোবাইল হাতিয়ে নেওয়া তাদের পেশা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায় হাবিবুর রহমানের শ্যলকের বিয়ের অনুষ্ঠান থেকে বেশ কয়েকজনের মোবাইল হাতিয়ে নেওয়ার পর লিখিত অভিযোগ জানানো হয় থানায়। এরপর জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে বোয়ালমারী থানা পুলিশ।
বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক তন্ময় চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, তিন দিন এই বৃষ্টির মধ্যে অক্লান্ত পরিশ্রম করে, তথ্যপ্রযুক্তির সহযোগিতা ছাড়াই এই মোবাইল চোরকে ধরতে সক্ষম হই। আমাদের অভিযানটা অনেকটা থ্রিলিং এবং সিনেমাটিক ছিল। সারাদিন বৃষ্টি হয়েছে, ভ্যানে করে, অটোয় চড়ে, কখনো বিদ্যুৎ অফিসের লোক সেজে, কখনো কিস্তিওয়ালা সেজে আমরা চোরের অবস্থান শনাক্ত করার চেষ্টা করেছি। রাত্রে অভিযানে মেহগনি বাগানে কাদার মধ্যে আমি স্লিপ কেটে আছাড় পর্যন্ত খেয়েছি। অবশেষে মুকসুদপুর এলাকায় টানা এক ঘণ্টা অভিযান পরিচালনা করে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম কালবেলাকে বলেন, বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনা ঘটে। বিয়েবাড়িতে যখন বর প্রবেশ করে, তখন খুবই কৌশলে তারা বরযাত্রীর বেশ ধারণ করে কনের বাড়িতে প্রবেশ করে মোবাইল হাতিয়ে নিত। মৌখিকভাবে অভিযোগও পাই। সর্বশেষ গত শুক্রবার হাবিবুর রহমানের শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনাটি অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়। ওই মামলার তদন্তে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে দুটি মোবাইলও উদ্ধার করা হয়। এই সূত্র ধরেই চোর চক্রের অন্যতম হোতা কালন শেখ সজীবকে গ্রেপ্তার করে আদালতে চালান করা হয়েছে।