দিনাজপুর প্রতিনিধিঃ
ঈদের দাওয়াত খেতে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাবার বাড়ি যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোছা. খাইরুন্নাহার (২৩) ও তার ৬ মাস বয়সী ছেলে আবুজর নিহত হয়েছেন।
এ ঘটনায় স্বামী মো. মাহাবুব (৩০), মেয়ে মোছা. আছিম (৫), মো. মাহাবুবের ছোট বোন মোছা. সাদিয়া (১৫) এবং ভ্যানচালক মো. সাকিব (২৪) আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার সাতোর ইউনিয়নের পঞ্চগড়-রংপুর সড়কের দলুয়া পাওয়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনার ঘটে। ঘটনার পর চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
নিহত মোছা. খাইরুন্নাহার ও আবুজর উপজেলার সাতোর ইউনিয়নের প্রাননগর ৩নং কলোনি এলাকার মো. মাহাবুবের স্ত্রী এবং ছেলে। আহত মাহাবুব ও মোছা. সাদিয়া একই এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে এবং কন্যা, মোছা. আছিম আহত মাহাবুবের কন্যা, ভ্যানচালক মোঃ সাকিব একই এলাকার মো. আব্দুল হকের ছেলে।
বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, ঈদের দাওয়াত খেতে নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে পরিবারের ৫ জনকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন মো. মাহাবুব। পথে পঞ্চগড়-রংপুর সড়কের দলুয়া পাওয়ার স্টেশনের সামনে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোছা. খাইরুন্নাহার নিহত হয়। এ সময় আহত মো. মাহাবুব, মোছা. আছিম, আবুজর, মোছা. সাদিয়া এবং ভ্যানচালক মো. সাকিবকে স্থানীয় লোকজন উদ্ধার করে নিয়ে যাচ্ছিলেন। পথে আবুজর নামে ৬ মাসের শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর চালকসহ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।