মোঃ সিরাজুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর উল্ল্যাহ চৌধুরী শপথ গ্রহণ করেছেন। বুধবার বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. শওকত আলী এ শপথ বাক্য পাঠ করান।
এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হিরা ও মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারুন নেছা শপথ গ্রহণ করেন।
গত ২১ মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে বোরহানউদ্দিন উপজেলা সহ বরিশাল বিভাগের ১৪টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও শপথবাক্য পাঠ করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, অতিরিক্ত আঞ্চলিক (বরিশাল) নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার এবং বোরহানউদ্দিনের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর উল্ল্যাহ চৌধুরীর সফর সঙ্গী ছিলেন, টবগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, মো: শাহীন স্যার, টবগী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাহার চৌধুরী প্রমুখ ।