ডেস্ক রিপোর্ট:
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলস কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এ খাতে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (৭ জুন) রাতে পুরান ঢাকার মিটফোর্ডে ৫০ শয্যার ম্যাক্সএইড হাসপাতাল লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এ খাতে এগিয়ে আসতে হবে। তাহলেই মানুষ তার কাঙ্ক্ষিত স্বাস্থসেবা পাবে।
তিনি বলেন, আশা করছি, সুলভ মূল্য ও আন্তরিক সেবার মাধ্যমে সেই মৌলিক অধিকারকে পুরান ঢাকার মানুষের মাঝে সুন্দরভাবে পৌঁছে দেয়ার প্রত্যয় নিয়ে কাজ করবে ম্যাক্সএইড হাসপাতাল লিমিটেড।
আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের দেশে ভালো ভালো চিকিৎসক, নার্স রয়েছেন। আধুনিক সব মেশিনপত্র রয়েছে। চিকিৎসার পাশাপাশি সবাই মিলে আন্তরিকভাবে সেবা দিলে আমাদের রোগীরা আর চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম বলেন, ‘আমার সংসদীয় এলাকার মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এমন আধুনিক একটি হাসপাতাল চালু করার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি, পুরান ঢাকার অধিবাসীরা এই হাসপাতালের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবেন।
সভাপতির বক্তব্যে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ‘দোহার-নবাবগঞ্জের কয়েকজন ব্যবসায়ী মিলে মানবসেবায় এমন একটি প্রতিষ্ঠান চালু করায় আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
ম্যাক্সএইড হাসপাতাল লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য আলহাজ এম এ ওয়াহেদ, স্থানীয় ওয়ার্ড কমিশনার শেখ মোহাম্মদ আলমগীর, হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও গণ্যমান্য ব্যক্তিরা।