খাগড়াছড়ি প্রতিনিধিঃ
শুক্রবার (৭জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শেখ হাসিনা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চল’র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার সহকারি মহাব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘কোরবানি ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার নোটের লেনদেনের চেষ্টা চালায়। কোরবানি ঈদ আসলেই জাল নোট চক্রকারীরা বেপরোয়া হয়ে উঠে। জাল নোট না চেনার কারণে অনেকেই বিপদে পড়েন। পথে বসতে হয়। আমাদেরকে জাল নোট কিভাবে শনাক্ত করতে হবে? সেটা অবশ্যই জানতে হবে। আমাদেরকে আরও বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে।’
এ সময় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুক্তা ধর, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।
জাল টাকা জীবনের জন্য অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করে, তাই জাল টাকা থেকে দূরে থাকার আহ্বান জানান বক্তারা।