ভ্রাম্যমান প্রতিনিধিঃ (তাপস মহালদার)
খুলনার দাকোপে চাষীরা চাষের প্রথম থেকেই মাথার ঘাম পায়ে ফেলে তরমুজ ক্ষেত পরিচর্যা করে চলেছে। যদিও সারের ডিলারদের কাছে চাষীরা জিম্মি। তবুও অধিক দামে সার,বিষ কিনে নিরলসভাবে ক্ষেত পরিচর্যা করে চলেছে।বিষ ও ভিটামিন স্প্রে, পর্যাপ্ত পানি,চাপান সার শেষ করে এখন তরমুজ বড় হতে যাচ্ছে। বিষের এতোই প্রকোপ যে,ক্ষেতে কোনো মৌমাছি নেই।তাই বাধ্য হয়ে চাষীরা কৃত্রিম উপায়ে পরাগায়ন ঘটাচ্ছে। এমন পরিস্থিতিতে দাকোপের তরমুজ চাষীরা আশায় বুক বাঁধতে শুরু করেছে। এখন আবহাওয়া চাষীদের অনুকূলে। এভাবেই যদি সময় পার হয় তরমুজের বাম্পার ফলন আশা করছে চাষীরা। ()