ভ্রাম্যমান প্রতিনিধিঃ (তাপস মহালদার)
খুলনার দাকোপে ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নে শ্রীকৃষ্ণের দোল উৎসব পালিত হচ্ছে বহুদিন ধরে। এটি ভজহরির দোল উৎসব নামে খ্যাত। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমায় এ উৎসব বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। তা হচ্ছে নাগোর-দোলা,চরকী পাক, সাংস্কৃতিক অনুষ্ঠান,যাত্রা গান, ঘোড়দৌড় প্রতিযোগিতা ইত্যাদি। বর্তমানে ব্যাপক তরমুজ চাষের কারনে পর্যাপ্ত জায়গা না থাকায় ঘোড়দৌড় প্রতিযোগীতার পরিবর্তে এখন হচ্ছে এ্যঁড়ে লড়াই প্রতিযোগিতা। জাতি ধর্ম নির্বিশেষে এ মেলা জাঁকজমক ভাবে উপভোগ করে সবাই।এ্যঁড়ে লড়াই প্রতিযোগিতা দেখতে খুবই মজার। যখন এ্যঁড়ে ছোটে, তখন প্রাণের ভয়ে শুরু হয় মানুষের দৌড় প্রতিযোগিতা। এ দৃশ্য দেখতে সত্যিই মনোমুগ্ধকর। দাকোপের পুলিশ প্রশাসন ও মেলার শান্তি শৃংখলা রক্ষায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এলাকাবাসী সাধুবাদ জানান তাদের। ()