অভিযোগ প্রমাণিত না হওয়ায় পুলিশ সদর দপ্তরে সংযুক্ত ফেনীর সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম সরকারকে বিভাগীয় দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনা অভিযোগ, লিখিত জবাব, ব্যক্তিগত শুনানিতে উভয়পক্ষের বক্তব্য, তদন্ত প্রতিবেদন এবং পুনঃতদন্ত প্রতিবেদনের মতামত, প্রাসঙ্গিক অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল পর্যালোচনা করা হয়েছে। এর ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়নি। এজন্য তাকে বিভাগীয় দায় থেকে অব্যাহতি দেওয়া হলো।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম সরকার ফেনীতে কর্মরত অবস্থায় নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়। ২০১৯ সালের ৬ এপ্রিল সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকেন্দ্রে এ ঘটনা ঘটে। সোনাগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, জেলার ডিআইও-১ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহীনুজ্জামান বিষয়টি তাকে অবহিত করলেও তিনি যথাযথ গুরুত্ব দেননি বলে অভিযোগ আনা হয়েছে। তিনি (এসপি) সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেনকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে ব্যর্থ হন।
()